| রবিবার, ২২ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ গত শনিবার তার ৯২তম জন্মদিন উপলক্ষে রয়েল এলবাট হলে এক স্পেশাল কনসার্টে অংশগ্রহণ করেছেন।
বিশ্বের দীর্ঘসময় ধরে রাজত্বে থাকা এই রানী তার জন্মদিন উপলক্ষে লন্ডনের অ্যালবার্ট হলের রাজকীয় বক্সে ছেলে প্রিন্স চার্লসের সাথে হাজির হন। যেখানে তার পরিবারের সদস্যরা তার সাথে দেখা করেন।
রানী দ্বিতীয় এলিজাবেথ এত বছর ধরে তার জন্মদিন খুবই নীরব এবং কাছের কিছু মানুষের সাথেই পালন করে এসেছেন। কিন্তু প্রথম বারের মত তার জন্মদিন উপলক্ষে এত বড় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিনি। যদিও রানীর ৯০ তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠান ছিল।
ওয়েলেশ গায়ক টম জনিসের জনপ্রিয় গান ‘ইটস নট আনইউসিয়াল’ দিয়ে কনসার্টটি শুরু হয়। টম জনিস ছাড়াও কনসার্টে কাইলি মিনুগি, স্টিং, লেডিস্মিথ ব্ল্যাক ম্যামবাজো এবং শেগি তারকারা অংশগ্রহন করেছিলেন।
রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহন করেন। মাত্র ২৫ বছর বয়সে ১৯৫২ সালে রানী হন তিনি। প্রায় ৬৬ বছরেও বেশি সময় ধরে শাসন করে আসছেন এই ক্ষমতাধর রানী। রয়টার্স
Posted ১৪:১৮ | রবিবার, ২২ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain