রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রানির অনুষ্ঠানে ‘পা’ তুলে বসায় মেগানের সমালোচনা

  |   বুধবার, ২৭ জুন ২০১৮ | প্রিন্ট

রানির অনুষ্ঠানে ‘পা’ তুলে বসায় মেগানের সমালোচনা

ব্রিটেনের রানি উপস্থিতি ছিলেন এমন একটি অনুষ্ঠানে প্রিন্স হ্যারির নববধূ মেগান মারকেল পায়ের ওপর পা তুলে বসায় সামাজিক যোগাযোগ মাধ্যম্যে বিতর্কের ঝড় উঠেছে। রাজপরিবারের ভক্তদের অনেকে রীতিমত মেগানের এধরনের বসার ভঙ্গীকে ‘অসন্মানজনক’ বলে মন্তব্য করেছেন। তবে প্রখ্যাত আচরণ ও শৈলী বিশেষজ্ঞ মিকা মিয়ার বলেছেন, ক্যামেরার সামনে স্কার্ট পরিহিতা মেগানের অমন বসার ভঙ্গী সঠিক ছিল। মিরর

অনুষ্ঠানটি ছিল রানির তরুণ নেতাদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে। মেগানের পাশেই ছিলেন প্রিন্স হ্যারি। তারপরেই বসেছিলেন রানি। কিন্তু মেগান তার বাম পা কিছুটা কাত করে তার ওপর ডান পা আড়াআড়িভাবে তুলে রেখেছিলেন। এ ছবি নিয়ে রাজপরিবার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তির্যক মন্তব্য করে বলছেন, মেগানের এখনো শেখার অনেক বাকি আছে। ৩৬ বছর বয়সে রানির সামনে কিভাবে বসতে হয় তা মনে হয় তাকে আর শেখানোর সময় নেই। কেউ প্রশ্ন তুলেছেন, মেগান কেন অত বড় জুতো পড়েছেন। আরেকজন বলেছেন, ডাচেস অব সাসেক্স তার পা যেভাবে আড়াআড়ি করে রানির দিকে রেখেছেন তা ভুল। রানির প্রতি তা অসন্মানজনক। রাজপরিবারের সদস্যরা আড়াআড়ি করতে হলে দুটি পা সাধারণত একই দিকে করে থাকেন। মেগানকে পরামর্শ দিয়ে একজন বলেছেন, রানি এভাবে বসা পছন্দ করেন না। মেগানের বরং কেটের কাছ থেকে বসার ভঙ্গী শিখে নেওয়া উচিত।

তবে অনেকে ওই অনুষ্ঠানের নানা বিষয়ে মনোযোগী হবার জন্যে বলেন। তারা মন্তব্য করেন, মেগানের পায়ের দিকে মনোযোগ দেয়ার চেয়ে তরুণ নেতৃত্ব নিয়ে কথা বলা জরুরি। আচরণ ও শৈলী বিশেষজ্ঞ মিকা মিয়ার বলেন, মেগানের বসার ভঙ্গী একেবারেই সঠিক যখন তার সামনে থেকে ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছিল। কারণ ওই অবস্থায় হাঁটু নড়াচাড়া বা অন্যভাবে বসলেও শালীনতা ও বিনয় রক্ষা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। স্কার্ট পড়ে বসায় ক্যামেরা যাতে শুধুমাত্র আপনার পায়ের এক পাশ থেকেই দৃশ্যধারণ করতে পারে এবং এজন্যেই মেগান পায়ের ওপর পা তুলে বসেছিলেন। মিরর

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৪৭ | বুধবার, ২৭ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com