নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
নাশকতাকারীদের ঠেকানোর জন্য প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আজ দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নিয়মিত পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে পুলিশ। নাশকতার কোনো গোয়েন্দা তথ্য নেই, তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সকাল থেকে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
Posted ০৬:৫২ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain