নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মঙ্গলবার। এরই মধ্যে তিন জন মেয়র প্রার্থীসহ ১৮৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সকালে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট মনোনয়নপত্র তুলেছেন ২৮৯ জন। এর মধ্যে মেয়র পদে ১৩, সংরক্ষিত ৭০ এবং কাউন্সিলর পদে ২০৬ জন মনোনয়নপত্র তুলেছেন।
এদিকে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল ও স্বতন্ত্র প্রার্থী আবু রায়হান ও লতিফুর রহমান মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আর সংরক্ষিত পদের ৫৩ এবং কাউন্সিলর পদে ১৩৩ জন মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে ৮ ডিসেম্বর। আর ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইভিএম-এর মাধ্যমে ভোট। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবি জানিয়েছেন প্রার্থীরা।
অন্যদিকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা মঙ্গলবার দুপুরেই তাদের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।
Posted ০৬:৪২ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain