| বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
যুক্তরাজ্য যুবলীগ রচডেল শাখার উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় গত ৩০শে মার্চ রবিবার স্থানীয় যুবলীগ কার্যালয়ে। সংগঠনের আহবায়ক মইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক বদরুল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ ছাদেক আহমদ।
আরও বক্তব্য রাখেন রচডেল আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাসিত, বার্ণলী যুবলীগের সভাপতি হোসেন আহমদ, হাইড যুবলীগের সভাপতি মো: ইকবাল সমুজ, গ্লডউইক যুবলীগের আহবায়ক আসক আলী, বার্ণলী যুবলীগের সাধারন সম্পাদক সাহাদত হোসেন আলী, হাইড যুবলীগের সাধারন সম্পাদক দেওয়ানুর রহমান, গ্লডউইক যুবলীগের যুগ্ম-আহবায়ক লিটনআহমদ, বার্ণলী যুবলীগের যুগ্ম-সম্পাদক ইউছুফ আলী,হাইড যুবলীগের যুগ্ম-সম্পাদক মাসুকুর রহমান সাচ্চু, বার্ণলী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আলী, শাহ আলম, মুকিত, আবুল হোসেন, হিরন, মিজান, সুরাব ও দেলওয়ার প্রমুখ।
Posted ০৯:১৯ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin