সম্প্রতি সহজিয়া ব্যাণ্ডের উক্ত অ্যালবামটি বাজারে এসেছে। অ্যালবামটি প্রসঙ্গে সহজিয়া ব্যাণ্ডের রাজু বলেন, সবাই নিজের জীবন এঁকে চলছে। হয়তো আমরাও কারও তুলির আঁচড়। রঙ আর রঙমিস্ত্রীকে খোঁজা আর বুঝার চেষ্টা থেকেই ‘রঙমিস্ত্রী’। শ্রোতারা অ্যালবামটি কিনে যেন হতাশ না হয়, সে ধরনের কাজ করারই চেষ্টা করেছি।’
আর এ উপলক্ষে সহজিয়া ব্যাণ্ডের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর সোমবার বিকেল ৫টায় চারুকলার বকুলতলায় রঙমিস্ত্রী’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে রঙমিস্ত্রী’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন কবি-সঙ্গীতশিল্পী কফিল আহমেদ। এছাড়াও প্রকাশনা অনুষ্ঠানে নিজেদের গানগুলো গাইবে সহজিয়া ব্যাণ্ড।
সহজিয়া ব্যাণ্ড ছাড়াও অনুষ্ঠানে গান গাইবে, ব্যাণ্ডদল চিৎকার ও শিল্পী কফিল আহমেদ।
উল্লেখ্য সহজিয়া ব্যাণ্ডের বর্তমান লাইনআপে যারা আছেন তারা হলেন- বেজে জাফরী, গিটারে সজিব, সৌম, ড্রামসে্ রাব্বি এবং লিরিক ও ভোকালে রাজু।