নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
রংপুর প্রতিবেদকঃ রংপুরে পিপি-জিপিসহ ৩৪ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ রংপুর জেলার বিভিন্ন আদালতে পিপি ও জিপিসহ ৩৪ আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
একই আদেশে আগের নিয়োগ করা সকল আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করা হয়। তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়েছে।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিয়োগ পাওয়া একাধিক আইনজীবী। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের সই করা আদেশ এই নিয়োগ জারি করা হয়।
এর মধ্যে রংপুর জেলা জজ আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. একরামুল হক। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে চারজন এবং সহকারী জিপি হিসেবে তিনজন নিয়োগ পেয়েছেন।
Posted ০৯:৩১ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain