| মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বিপিএল টি২০ টুর্নামেন্টের টিকিট বিক্রি। অনলাইন ও কাউন্টার বুথে পাওয়া যাবে এই টিকিট।
সকাল ৯টা থেকে টিকিট বিক্রি করছে সহজ ডটকম। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের টিকিট কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টার থেকেও নগদে টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে।
এ দিকে পাঁচটি ধাপে টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি। সবচেয়ে কম দামের টিকিট পূর্ব গ্যালারির দুইশ’ টাকা। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ট্যান্ডের দুই হাজার টাকা। ভিআইপি স্ট্যান্ড, ক্লাব হাউস পাঁচশ’ টাকা করে। আর উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে তিনশ’ টাকা। আপাতত ঢাকার প্রথম পর্বের চার দিনের টিকিট পাওয়া যাবে।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর থেকে গড়াবে মাঠের খেলা। গতবারের মতো এবারও ঢাকার বাইরে খেলা হবে চট্টগ্রাম ও সিলেটে। তবে প্রথম ও শেষ পর্বসহ মাঝের কিছু ম্যাচ মিলিয়ে আয়োজনের সিংহভাগটাই হবে ঢাকাতে।
এ বছর বিপিএলে অংশ নেবে নতুন সাত নতুন দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
Posted ১২:৩৭ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain