‘মানবাধিকারকর্মী’ উইলিয়াম গোমেজ’ যুদ্ধাপরাধে মুজিবের বিচার হওয়া উচিৎ’ সোমবার বেলা দেড়টার দিকে এই টুইট করেছেন তিনি। সজীবকে উদ্দেশ করে ওই টুইটে বলা হয়, “যুদ্ধাপরাধের দায়ে গোলাম আযম নয় বরং শেখ মুজিবের বিচার হওয়া উচিৎ।কারণ তিনি যুদ্ধ শুরু করেছিলেন। গোলাম আযম ছিলেন শান্তির দূত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১৯৭৫ সালের মতো মৃত্যু কামনা করে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে শনিবার টুইট বার্তা পাঠান উইলিয়াম। জয়ের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি প্রকাশ করা হয় রোববার সন্ধ্যায়। সোমবার যুদ্ধাপরধের দায়ে বঙ্গবন্ধুর বিচার চেয়ে টুইটের সময়ই আরও একটি টুইট করেন উইলিয়াম, যাতে ৭১-এর মুক্তিযোদ্ধাদের ক্ষমতালোভী হিসেবে অভিহিত করা হয়েছে।
এই টুইটে উইলিয়াম বলেন, “৭১-এর ক্ষমতালোভী খুনী মুক্তিযোদ্ধাদের যুদ্ধাপরাধের দায়ে বিচার হওয়া উচিৎ পেশাজীবীদের অনলাইন নেটওয়ার্ক লিঙ্কডিনে পাওয়া তথ্য অনুযায়ী, উইলিয়াম বর্তমানে সালেম নিউজের সহকারী সম্পাদক।
এর আগে তিনি শ্রীলঙ্কা গার্ডিয়ান নামে একটি পত্রিকায় কাজ করেছেন বলেও ওই ওয়েবসাইটে তথ্য রয়েছে। তবে ওই নামে কোনো পত্রিকা শ্রীলঙ্কা থেকে প্রকাশিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। পত্রিকাটির বিরুদ্ধে বাংলাদেশবিরোধী প্রবন্ধ ছাপানোর অভিযোগ রয়েছে বলে জানা যায়।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related