| সোমবার, ১৮ জুন ২০১৮ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি আর্টস ফেস্টিভ্যালে গোলাগুলি চালিয়েছে দুই বন্দুকধারী। এই ঘটনায় আহত হয়েছেন ২২ জন উপস্থিত দর্শক।
স্থানীয় পুলিশ থেকে জানানো হয়, স্থানীয় সময় রাত ৩ টার দিকে প্রায় এক হাজার মানুষের ওপর আতর্কিত হামলা চালায় এই দুই বন্দুকধারী। এতে ২২ জন আহত হয় যার মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।
একজন স্থানীয় আইনজীবী যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে জানান, বন্দুকধারীদের মধ্যে এক ৩৩ বছর বয়সী বন্দুকধারী গোলাগুলির সময় নিহত হয়। এতে অপরজনকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, এই হামলার মূল উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে ঘটনাস্থলে বেশ কয়েকটি বন্দুক উদ্ধার করে পুলিশ। বর্তমানে এই হামলার উদ্দেশ্য খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র : বিবিসি
Posted ১২:২৯ | সোমবার, ১৮ জুন ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain