| বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪ | প্রিন্ট
১৫ মে: আগামী দিনের নেতৃত্ব বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে যুক্তরাষ্ট্রের লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সামিহা উদ্দিন। যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়ানদের মধ্যে মানবসেবা ও নেতৃত্বের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
বুধবার শিকাগো শহরে ইলিনয়েস স্টেট আয়োজিত ‘ইয়ুথ এক্সেল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সামিহা উদ্দিনকে পুরস্কারে ভূষিত করেন ইলিনয়েস অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইট।
সামিহার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে। তার বাবার নাম কয়েস উদ্দিন। একই সময় সামাজিক ক্ষেত্রে সফলতা ও নেতৃত্বে অবদান রাখায় সামিহা উদ্দিনের বাবা কয়েস উদ্দিনকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেসি হোয়াইটের কাউন্সিল মেম্বার বাংলাদেশি বংশোদ্ভূত শাহ মোজাম্মেলসহ শিকাগোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইলিনয়েস স্টেটে মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর এশীয় আমেরিকানদের মধ্যে নেতৃত্বের এ পুরস্কারে ভূষিত হলেন সামিহা।
Posted ১৪:১৩ | বৃহস্পতিবার, ১৫ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin