| বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জাতিয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার কার্যনির্বাহী কমিটির সভা গত ৭ ২০১৭ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে অনুষ্ঠিত হয় ।
কার্যকরী কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিসবাহ বি এস চৌধুরী।
সাধারন সম্পাদক মুহাম্মদ আবুল হোসেনে পরিচালনায় সভার শুরুতে এজেন্ডাসমূহ সদস্যদের উদ্দেশ্যে পড়ে শোনানো হয় এবং উপস্থিতিদের স্বাক্ষর দেখে সভায় দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির কথা ঘোষণা করা হয়।
সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মিসবাহ বি এইচ চৌধুরী।
নির্ধারিত এজেন্ডা সমূহের উপর বিস্তারিত আলোচনার পর নির্বাহী কমিটির সভায় সর্বস্মমতি ক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
১। বাংলাদেশে জাতীয়তাবাদী দল – বিএনপি’র চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর বিনাভোটের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রত্যক্ষ মদদে মিথ্যা মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় বর্তমান বাকশালী সরকারের বিরুদ্বে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার লক্ষ্যে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আগামী ছয় মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি জোনাল কমিটির আন্দোলনের রূপরেখা প্রণয়ন করে প্রতিটি কমিটিকে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
২। ছয় মাস পরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিটি জোনাল কমিটির সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি একটি কর্মী সম্মেলিনের মাধ্যমে ঘোষিত কর্মসূচির মূল্যায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের মেয়াদ উত্তীর্ণ জোনাল কমিটি পূনর্গঠন।
৪। যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে প্রসারিত করার লক্ষে নতুন শাখা গঠনের প্রস্তাব গ্রহন করা হ্য়।
৫। চলমান আন্দোলনে গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদ ও গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি ঘোষিত সকল কার্য্যক্রমে স্বেচ্ছাসেবক দলের সর্বস্থরের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
৬। স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার কার্যক্রমে সাংগঠনিক গতি ত্বরান্বিত করার লক্ষ্যে কার্যকরী কমিটিতে কিছু নিবেদিত সদস্যদের কোঅপ্ট করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । কার্যকরী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি মিসবাহ বি এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল হোসেনকে কোঅপ্ট সদস্য নির্বাচন করার পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়।
৭। সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী আচরনের জন্য সাবেক সভাপতি নাসির আহমদ শাহিন এবং সাবেক যুগ্ম সম্পাদক জায়েদ তালুকদার যুক্তরাজ্য বিএনপি কর্তৃক অব্যাহতি প্রদান এবং সাধারন সদস্য পদ বাতিলের সুপারিশের সিদ্ধান্তের প্রতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সভায় উপস্থিত সদস্যবৃন্দ একাত্বতা পোষন করেন। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সভায় একই রকম সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কমিটির অনুমোদন জন্য সুপারিশ পেশ করার সিদ্বান্ত গৃহীত হয়।
৮। উপরোক্ত বিষয়াদি কার্যকর করতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারপ্রাপ্ত সভাপতি মিসবাহ বি এস চৌধুরী ও সাধারন সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন কে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হয় ।
সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শরীফুল ইসলাম, তোরন মিয়া, জিয়াউল ইসলাম দিপু, সৈয়দ মজনু মিয়া, রফিকুল হক রফু, ডালিয়া লাকুরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফায়েজুল ইসলাম ভুইয়া শ্যামল, মাহবুবুল মজিদ চৌধুরী , আজিম উদ্দিন, আজির উদ্দিন, কামাল মিয়া, জুনেদ আহমদ , শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া ,রিদওয়ান আহমদ ,হাসিবুল হাসান ,বাবরুল হোসাইন ,মাসুম আহমদ,রফি আহমদ চৌধুরী, নুরুল আমিন আকমল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, আওলাদ হোসেন , জামিল আহমেদ, জাহিদুর রহমান, আলী আহমেদ, প্রচার সম্পাদক জুল আফরোজ মজুমদার, সহ প্রচার সম্পাদক শাকিল সায়ীদ চৌধুরী, সহ দপ্তর রাকিবুল হাসান, দুলাল রহমান, প্রকাশনা সম্পাদক ফিরোজ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট শাহরিয়ার কবির, সহ আন্তর্জাতিক সাদেক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মজিদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল আহমেদ, বাণিজ্য সম্পাদক সেলিম সরদার, ক্রিড়া সম্পাদক খসরু মিয়া,রুহেল, সহ ক্রিড়া সৈয়েদ মাহফুজ আহমদ, বাণিজ্য সম্পাদক হিরু বাক্স, , সহ পাঠাগার সৈয়দ রুফন আলী, কবির মিয়া , ,খায়রুল হাসান চৌধুরী, শফিক মিয়া, মাসুক মিয়া, শামসু মিয়া,আলী আহমেদ, জিয়াউল হাসান,ইসলাম মির্জা , আবুল হাসনাত ,নোমান আহমেদ, দুদু মিয়া, সমুজ আলী , আব্দুল মজিদ,আনহার মিয়া , শাহিন মিয়া ,শরিফ আহমেদ, সেলিম সরদার, আব্দুস শহীদ , আব্দুল মতিন , মশিউর রহমান রাজা, তোফায়েল আহমদ প্রমুখ ।
Posted ২০:১৫ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin