| বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি : যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। ১০ মার্চ পূর্বলন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম মিসলু, যুবলীগ নেতা শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক লুতফুর রহমান সায়েদ।
বক্তব্য রাখেন সৈয়দ সাদেক আহমদ, একেএম আব্দুল্লাহ, আমিনুল হক জিলু, আকিক খান, আবুল কালাম, ফজলুল হক এনাম, মাহবুব আহমদ, আনোয়ারুল ইসলাম, সৈয়দ তারেক আহমদ, বাবুল খান, মাওলানা কুতুব উদ্দিন, কামরুল ইসলাম, এম এ আলি, মো: শামিম আহমদ, নাজমুল হোসেন ও আবুল আনাম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল বাছির প্রমূখ। সভায় বক্তারা বলেন ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিশেহারা জাতিকে একটি আলোপ পথ দেখিয়েছেন।
এদিনটি সারা জাতির কাছে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভদ্ধু হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে যুদ্ধাপরাধীর বিচার ও উন্নয়ন তরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
Posted ১২:৪৫ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin