| মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
অবৈধ নির্বাচন বাতিল,নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্টা ও গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যুক্তরাজ্য ইস্ট ল্যাঙ্কাশায়ার শাখা বিএনপির উদ্যেগে গত ১৩ই জানুয়ারী সোমবার স্থানিয় স্পাইস মাস্টারে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।
সংগটনের সিনিয়র সহ সভাপতি মাহবুব আহমদের সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ইস্ট ল্যাঙ্কাশায়ার যুবদলের আহ্বায়ক কবিরুল হক কবিরের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগটনিক সম্পাদক মোশাহিদ হোসেন ,ইস্ট ল্যাঙ্কাশায়ার বিএনপির সাধারন সম্পাদক জমিরুল হক,ওল্ডহাম যুবদলের প্রতিষ্টাতা সভাপতি এনায়েত হোসেন চৌধুরী,যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ওল্ডহাম যুবদলের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক গোলাম মৌলা চৌধুরী নিকচন ।বক্তব্য রাখেন সংগটনের সহ সভাপতি ফংকি মিয়া,ফারুক মিয়া,সইদ আলী,সপন মিয়া,বাবুল মিয়া,যুগ্ন সাধারন সম্পাদক মাসুম আহমদ রিপন,সায়েক মিয়া,যুবদলের যুগ্ন আহ্বায়ক ফয়সল আহমদ মাছুম,মাহবুব আলী,চমক আলী,আব্দুল ছাদ,ওল্ডহাম সেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন কবির,এহিয়া কোরেশী,যুবদল নেতা আবিদুর রহমান আরজু,হবিবুর রহমান কামালী,বারিক মিয়া,মাসুম আহমদ প্রমুখ ।
সভায় বক্তারা বলেন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নামে অবৈধ নির্বাচন করে সরকার সরকার বাকশাল প্রতিষ্ঠার পায়তারা করছে। বিশ্বের ইতিহাসে নজির বিহিন মন্ত্রীসভা গঠন সরকার একটা তামাশার নাটক মঞ্চস্থ করছে। জনগণ আজ নিষ্পেসিত, নিপীড়নের শিকার হচ্ছে। অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্র দিয়ে গণতন্ত্রকে পদদলিত করছে। বক্তারা সরকাকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান।
Posted ১৮:০৪ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin