| শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, ল্যাঙ্কাশায়ার থেকে :– বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য ইস্ট ল্যাঙ্কাশায়ার শাখার উদ্যেগে বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের ৪৯তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ২১শে নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় স্থানিয় স্পাইস মাস্টারে কেক কাটার পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয় ।
ইস্ট ল্যাঙ্কাশায়ার বিএনপির সাধারন সম্পাদক জমিরুল হকের সভাপতিত্বে ও ও ইস্ট ল্যাঙ্কাশায়ার যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফয়সল আহমদ মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগটনিক সম্পাদক মসাহিদ হোসেন ,ইস্ট ল্যাঙ্কাশায়ার বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আহমদ,সহ সভাপতি ফংকি মিয়া,ফারুক মিয়া,বাবুল মিয়া,সইদ আলী,সপন মিয়া,যুগ্ন সম্পাদক মাসুম আহমদ রিপন,কবি ওয়াহিদ জালাল,সায়েক মিয়া,যুবদলের যুগ্ন আহ্বায়ক মাহবুব আলী,চমক আলী,আব্দুল চাদ,যুবদল নেতা জালাল উদ্দিন,হারুন মিয়া,মাছুম আহমদ প্রমুখ। বক্তারা বলেন আওয়ামী মিথ্যা ও ষড়যন্ত্রমুলক অর্থ পাচার মামলায় আমাদের প্রিয় নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন।এর দ্বারা প্রমাণিত হল আওয়ামী বাকশালী সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ইর্শ্বান্নিত হয়ে তার ভাবমুর্তী ক্ষুন্ন করার জন্য এ মামলা দায়ের করেছিল।অবিলম্বে তারেক রহমানের উপর থেকে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা করেন ।
Posted ০০:১৮ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin