| রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ফারছু আহমেদ চৌধুরী, লাফবরায় থেকে ফিরে : সম্প্রতি লাফবরায় আমীরুল রেষ্টুরেন্টে কমিউনিটির আয়োজনে মর্তুজা মিয়ার সভাপতিত্বে ও তমিম চৌধুরীর পরিচালনায় লাফবরায় কমিউনিটর পক্ষ থেকে ইংরেজী নববর্ষকে বরন করা হয়েছে এবং ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের ব্যারিষ্টার ডিগ্রী অর্জন করায় তাকে নাগরিক সংবর্ধনায় প্রদান করা হয়েছে ।
এ সময় বক্তারা আশা প্রকাশ করে বলেন ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের আইন পেশায় দেশ ও জাতির পাশা-পাশি লাফবরার কমিউনিটির উন্নয়নে কাজ করে যাবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিরাজ মিয়া, মঈনুল আমিন বুলবুল, অধ্যাপক আব্দুল হান্নান, এডভোকেট মৌলদ ইসলাম খান, ফয়সল চৌধুরী, হুমায়ূন কবির চৌধুরী, শহীদুল্লাহ খান, আব্দুস সহিদ, আব্দুল খালিক, মাওলানা আব্দুল নুর, আবির মিয়া, শফিকুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ ।
Posted ২৩:৪৮ | রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin