| বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭ | প্রিন্ট
মেনচেস্টার প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলা , গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নব্বই দিনের কর্মসূচির অংশ হিসেবে গ্রেটার মেনচেস্টার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন গ্রেটার মেনচেস্টার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ জুনাব আলী, সভা পরিচালনা করেন ইসতিয়াক আহমেদ সুমন । কোরআন তেলওয়াত করেন তুফায়েল আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন ৷ প্রধান বক্তা ছিলেন গ্রেটার মেনচেস্টার বিএনপির সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমাদ চৌধুরী, তুরন মিয়া সহ সভাপতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল ,আজিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল, ইব্রাহিম মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল,শেখ রায়হান আহমেদ সভাপতি ওল্ডহাম স্বেচ্ছাসেবক দল ,মাসুদ চৌধুরী মেনচেস্টার বিএনপি,দলা মিয়া মেনচেস্টার বিএনপি,মিজানুর রহমান সাবেক সাঃ সম্পাদক ওল্ডহাম বিএনপি,আব্দুল বাছিত বকুল মেনচেস্টার বিএনপি,তৈমুর রহমান শ্যামল,আব্দুল বাছিত বকুল মেনচেস্টার বিএনপি, সাজ্জাদুর রহমান সুজাত ওল্ডহাম বিএনপি,রুবেল আহমেদ যুবদল প্রমূখ ৷
সভায় নেতৃবৃন্দ বলেন বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমানের উপর দায়ের করা সকল মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করতে হবে, মঈন ফখর উদ্দিনের দায়ের করা একই ধরনের মামলা কিন্তু শেখ হাসিনার উপর ও ছিল সেই মামলা গুলো যদি উনার সরকার ক্ষমতাসীন হয়ে নির্বাহী আদেশে প্রত্যাহার করতে পারেন তাহলে বেগম জিয়া ও তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্টনায়ক জনাব তারেক রহমানের উপর দায়ের করা মিথ্যা মামলা গুলা কেন হবেনা অবশ্যই হতে হবে । আর অবৈধ প্রধানমন্ত্রী আপনি যদি মনে করেন গনতন্ত্রের মাতা আপোষহীন নেত্রী বেগম জিয়া কে এই মামলা দিয়ে জেলে পাঠাবেন আর আপনি এমনিতেই খালাস পেয়ে যাবেন তা কি করে হয় সময় হলে সব কিছুর বিচার হবে এই বাংলার মাটিতে এবং আসন্ন উপজেলা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীদের কে নির্বাচিত করার উদাত্ত আহবান জানান ।
Posted ১৮:৩৭ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin