মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের বার্মিংহামে এক হাজার স্কয়ার ফুট পতাকা উত্তোলন উপলক্ষে সংবাদ সম্মেলন

  |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ | প্রিন্ট

যুক্তরাজ্যের বার্মিংহামে এক হাজার স্কয়ার ফুট পতাকা উত্তোলন উপলক্ষে সংবাদ সম্মেলন

IMG-20170314-WA0015

স্বাধীনদেশ অনলাইন : ঐতিহাসিক স্মলহীথ পার্কে বাংলাদেশের হাজার ফুট পতাকা উত্তোলন ২৬ মার্চআগামী ২৬ মার্চ বাংলাদেশের ৪৭তম মহান স্বাধীনতা দিবসে মু্ক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্মলহীথ পার্কে ব্রিটিশ বাংলদেশী ইয়ং কালচারাল সোসাইটি মাটির পক্ষ থেকে প্রবাসে বেড়ে উঠা নবপ্রজন্মকে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের প্রতিক আমাদের অহংকার আমাদের পতাকা ও আমাদের কন্ঠ জাতীয় সংগীত এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচীকে সফল করতে এদিস্মলহীথ পার্কে মুক্তিযুদ্ধের সপক্ষের হাজারো মানুষের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে।

এ উপলক্ষে  গত ১৩ মার্চ স্থানীয় মিষ্টিদেশ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্রিটিশ বাংলদেশী ইয়ং কালচারাল সোসাইটি মাটি, ইউকে-র পক্ষ থেকে পতাকা উত্তোলন এর উদ্যোগতা আশরাফুল ওয়াহিদ দুলাল লিখিত  বক্তব্যে- অনুষ্ঠান সফল করতে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে বাংলাদেশী পতাকার পাশাপাশি ব্রিটেনের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতও পরিবেশন করা হবে। এতে ব্রিটিশ পার্লামেন্টের সম্মানিত এমপি এবং স্থানীয় কাউন্সিলরদের আমন্ত্রন জানানো হয়েছে বলেও জানানো হযেছে।

এছাড়াও দ্বিতীয় পর্বে বার্মিংহামের নওয়াব ইম্পোরিয়াল-এ দুপুর ২.৩০মিনিট থেকে অনুষ্ঠিত হবে মাটির গান। সবার জন্য উন্মুক্ত মাটির গান পর্বে ব্রিটেনের বিভিন্ন স্তরের শিল্পী ও সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, শেখ আব্দুল গফুর, কমরেড মসুদ আহমেদ, ফয়জুর রহমান চৌধুরী, মিসবাউর রহমান, কবির উদ্দিন, সৈয়দ জমবে আলী, কামাল আহমদ, এলাহি হক সেলু, টুটুল চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:১৫ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com