| বৃহস্পতিবার, ০১ মে ২০১৪ | প্রিন্ট
আগামী ২২শে মে যুক্তরাজ্যের নিউক্যাসলের বিকন এন্ড বেন্টস ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন হবিগঞ্জের আলী হায়দার । নির্বাচনে অংশগ্রহনের জন্য তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন লাভ করেছেন।
দীর্ঘ ২৪ বছর ধরে ব্রিটেনে বসবাসকারী আলী হায়দায় রাজনীতি ছাড়াও বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ডে অংশ নিয়ে আসছেন। তিনি সেখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
সাউথশিল্ড কনজারভেটিভ পার্টির এই শীর্ষস্থানীয় নেতা একাধারে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ, নর্থইস্ট ইংল্যান্ডের চেয়ারম্যান পদে আসীন রয়েছেন। এছাড়াও তিনি বৃহত্তর সিলেট পরিষদ, সাউথশিল্ড এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি, নর্থইস্ট শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলী হায়দার প্রবাসীদের উন্নয়ন আর দাবী আদায়ের বিভিন্ন আন্দোলনে সোচ্চার ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সেই প্রচেষ্টা অব্যাহত আর জোরদার করতে তিনি আগামী নির্বাচনে সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন।
স্বাধীনদেশ ডটকমকে আলী হায়দার জানান, সম্প্রতি তিনি ইমিগ্রেশন নিয়ে গত ফেব্রুয়ারী মাসে চ্যানেল ফোর এ ইন্টারভিও দিয়ে এসেছেন এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়াদী দ্রুত সুরহা করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেছেন ।
Posted ০৬:১৯ | বৃহস্পতিবার, ০১ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin