| রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
হুসাইন আহমেদ, কভিন্ট্রি থেকে : মাতৃভাষাকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে এবং পরিপক্ষতায় সহায়তা করতে যুক্তরাজ্যের কভেন্ট্রিতে উদ্বোধন করা হল আরো একটি বাংলা স্কুলের |
শনি বার বেলা ১ টায় স্থানীয় চার্লস মর কমিউনিটি হলে গন্যমান্য ব্যক্তি বর্গ ও শিক্ষার্থীদের উপস্তিতিতে যাত্রা শুরু হলো “কভেন্ট্রি সাউথ বাংলা স্কুল নামের এই প্রতিষ্ঠানের । কমিউনিটির বিশিষ্ট মুরুব্বি বাংলাদেশ সেন্টার এর চেয়ারম্যান মুতাসিম আলী সীতু উদ্বোধন কালে বাংলা স্কুলের গুরুত্ব প্রযুজনীয়তা এবং কিভাবে অবদান রাখতে পারে এর উপর আলোকপাত করেন । উদ্যোক্তাদের পক্ষে কো অর্ডিনেটর শাহজাহান সিরাজ সকলের সহযুগীতা কামনা করেন ।
এসময় মতামত ব্যক্ত করেন কমুনিটি নেতা রইস আলী , কাউন্সিলর মায়া আলী ,এম সি কলেজের সাবেক প্রফেসর আজিজ তাপাদার , স্কুলের শিক্ষক দেওয়ান আলী আসগর , সৈযদ কবির আহমদ ।
এ সময় আরো ও উপস্তিত ছিলেন, আব্দুল জব্বার , বাদশা মিয়া , রায়হান তালুকদার ,আফসর আহমদ , হালিম খান হাবিবুর রহমান আবুল কাশেম মুক্তাদির উদ্দিন সুয়েব , আহবাব মিয়া সহ আরো অনেকেই |
সকলেই আশা প্রকাশ করেন যেন এই স্কুলটি বাংলা ভাষা ও সংস্কৃতি কে এই প্রজন্মের কাছে তুলে ধরতে অবদান রাখতে পারে | উল্লেখ্য প্রতি শনিবার ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ক্লাস চালু থাকবে |
Posted ১৬:১৫ | রবিবার, ২৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin