| বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
চুনারুঘাট উপজেলার দারিদ্র বিমোচন, অসহায় গরীব শিক্ষার্থীদের সহায়তাসহ এলাকার উন্নয়ন ও যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে সমন্নয় সৃষ্টির লক্ষ্য নিয়ে গ্রেটার ম্যানচেস্টার চুনারুঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কমিটি গঠন করা হয়েছে।
গত ২৮শে জানুয়ারি রোজ রবিবার ম্যানচেস্টারের স্থানীয় বাংলাদেশ হাউসের কনফারেন্স হলে গ্রেটার ম্যানচেস্টার চুনারুঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি অনুমোদনের লক্ষে এক সভা অনুষ্টিত হয়েছে। ম্যানচেস্টারের প্রবীণ কমিউনিটি নেতা শাহজালাল মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আতাউর রহমান পান্নু এর সভাপতিত্বে ও মিজবাহ উদ্দিন সায়েম এর পরিচালনা উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের ডিপুটি সেক্রেটারি গাওছুল ইমাম চৌধুরী সুজন, ম্যানচেস্টার শাহজালাল মসজিদ কমিটির সদস্য শওগাতুল ঈমাম চৌধুরী টুটন, বাহুবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক শামিম তালুকদার, নবীগঞ্জ এসোসিয়েশনের সাধারন সম্পাদক জসিম আহমেদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ এডোকেশন ট্রাস্ট এর সভাপতি সামছুউদ্দিন চৌধুরী ফয়সল, এটিএন বাংলা ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর, এনটিভির ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন, জিএমবি এর সাংস্কৃতিক সম্পাদক শফিক মিয়া, সৈয়দ আবু আব্দুল্লাহ, মোহাম্মদ নাজিম, হাবিব মুসেন, সৈয়দ সাদি, জহিরুল ইসলাম পাবেল, এম জি তালুকদার সুমন, সৈয়দ হাসান সহ আরও অনেকে।
সভায় সর্ব সম্মতী ক্রমে আগামী তিন বৎসরের জন্য সৈয়দ আতাউর রহমান পান্নু কে সভাপতি মিসবাহ উদ্দিন সায়েম কে সাধারন সম্পাদক ও ফুরকানুর রহমান চৌধুরী সাগর কে ট্রেজারার করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন প্রদান করেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের ও গ্রেটার ম্যানচেস্টার হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার এর চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব। কমিটির উপদেষ্টারা হলেন সৈয়দ মাহমুদুর রহমান বুলু ও আবিদুর রহমান
Posted ০৫:৩৭ | বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin