| বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ম্যানচেষ্টার প্রতিনিধি : হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সাংসদ এডভোকেটমো: আবু জাহির এর যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে গ্রেটার ম্যানচেষ্টার হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ারএসোসিয়েশন এর উদ্যোগে এক নাগরিক সংবর্ধনার অনুস্থিত হয়েছে| গত ২৩শে এপ্রিল রোজ রবিবার জিএমবি এর হল রুমে। সংগঠনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব এর সভাপতিত্বে ও সেক্রেটারী গাউসুল ইমাম চৌধুরী সুজন এর পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ম্যানচেষ্টারের সহকারী হাই কমিশনার ফেরদৌসি শাহরিয়ার, হবিগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম,ম্যানচেষ্টারের সাবেক চিফ কনস্টেবল স্যার পিটার ফ্যায়,জিএমবি এর এডভাইজার মইনুল আমিন বুলবুল ও সুফি খন্দকার|
বক্তব্য রাখেন সুরাবুর রহমান,মুজিবুর রহমান,নাসের খাঁন সুয়েব, ড: শাহ নেওয়াজ, আব্দুল হান্নান, আবুল কাসেম, সুরুজাম্মান মানান,আফজাল রাব্বানি, সুহেল মিয়া, মিলাদুর রহমান, সৈয়দ সাদেক আহমেদ, ইকবাল সমুজ, হারুন মিয়া, মিসবা উদ্দিন আহমেদ, শামীম তালুকদার, শফীক মিয়া, জসীম উদ্দিন, সামছুঊদ্দিন চৌধুরী ফয়সল, আব্দুল মতিন প্রমুখ| এছারাও সৈয়দ মাহমুদুর রহমান, মীর গোলাম মস্তোফা, মনির রহমান, ছুরুখ মিয়া, শগাতুল ইমাম চৌধুরী, ফারুক মিয়া, আবিদ মিয়া, ইকবাল তালুকদার, আব্দাল মিয়া, দয়া মিয়া, আবুল কাসেম, মোহাম্মদ কলন্দর তালুকদার, মাহি মাসুম, তৈয়বুর রহমান শ্যামল, ফুরকানুর রহমান চৌধুরী সাগর, সুমন তালুকদার, ফয়সল আহমেদ, জহিরুল ইসলাম পাভেল, রিপন মিয়া, চয়ন সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ম্যানচেষ্টারে বসবাসরত হবিগঞ্জ এলাকার প্রবাসী সবাইকে ঐক্যবদ্য করতে ও হবিগঞ্জ জেলার গরিব দু:খী ও মেহনতী মানুষের সার্বিক কল্যানের লক্ষ্যে এই সংগঠন কাজ করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন । প্রধান অতিথি এডভোকেট আবু জাহির নতুন এই সংগঠনকে সমাজ কল্যানে এগিয়ে আসার আহব্বান জানান। পাশাপাশি জঙ্গীবাদকে প্রত্যাখ্যান করতে সামাজি সচেতনতার আহব্বান জানান। সবশেষে শতাব্দি কর , খালিক মল্লিক ও স্থানীয় শিল্পিদের গানের মাধমে সাংস্কৃতিক অনুষ্টান ও নাগরিক সবংর্ধনার সফল সমাপ্তি ঘটে।
Posted ১২:৩৪ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin