| সোমবার, ২১ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
খালেদ আহমদ, বার্মিংহাম থেকে :: মৌলভীবাজার জেলা প্রবাসী বার্মিংহামবাসীর উদ্যোগে অতি সমপ্রতি লন্ডন সফরকালে মৌলভীবাজার জেলা সদরের ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা যুবলীগের দফতর সম্পাদক শেখ রুমেল আহমদের সম্মানে বার্মিংহামের কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দৈনিক মৌলভীবাজার ডট কমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কানাডা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার জিএম মাহমুদ মিয়ার সভাপতিত্বে এবং ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এম রুহেল আমিন খান রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি ছাড়াও প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি প্রবীণ মুরব্বী আলহাজ্ব ইব্রাহিম আলী, বার্মিংহাম উদীচি শিল্পীগোষ্টির প্রতিষ্ঠাতা প্রবীণ মুরব্বী কমিউনিটি ব্যক্তিত্ব কমরেড মসুদ আহমদ ও ডেইলি সিলেট ডট কম এর সম্পদক মন্ডলীর সভাপতি, দৈনিক মৌলভীবাজার ডট কম সম্পাদক গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী কমিউনিটি লিডার মনসুর আহমদ মকিস।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বী আলহাজ্ব আবুল কালাম সুরুজ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এলাহি হক সেলু, রাজনীতিবিদ নুরুল ইসলাম কিসলু, যুবনেতা সায়পুর রহমান বাশিক, রাজু আহমদ, আমিরুল ইসলাম বেলাল, সোহেল আহমদ, রহমত আলী, হুমায়ুন কবির চৌধুরী, শাহ মো: শফি কাদির, জহির উদ্দিন আলী, জয়নাল আহমদ, আলম আহমদ, খালেদ আহমদ, শফিক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সভার সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার জিএম মাহমুদ মিয়াসহ সকল বক্তারা ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদের সমাজ সেবামূলক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন এবং একজন তরুন হিসাবে জনগনের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানোসহ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Posted ১১:০৫ | সোমবার, ২১ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin