নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ মে ২০২৩ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দাখিল পরীক্ষ কেন্দ্র-১ এর বহুল আলোচিত কেন্দ্র সচিব মো. ফখরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র সভাপতি এস.এম. তারেক সুলতান এক লিখিত নোটিশে এ তথ্য জানিয়েছেন। একই নোটিশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কেন্দ্রর সচিব হিসেবে সহকারী কেন্দ্র সচিব আব্দুল মোত্তালিবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান বলেন, পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলাজনিত কারনে বর্তমান সচিব ফখরুল ইসলামকে বুধবার রাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে, কেন্দ্র সচিব ফকরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাকে এ বিষয়ে এখনো কেউ অবগত করেনি।#
Posted ১৯:৫৬ | বুধবার, ১০ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum