| রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত জখম হয়েছে ৪ জন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামে।
আহতরা হলো, আমিনুল ইসলাম মিলন(৩৯), সজল শেখ (২০),হাসিব শেখ (১৮) ও রিয়াজুল ফরাজী (২৪)। গুরুতর জখম আমিনুল ইসলাম মিলনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রোববার মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, ঘটনার দিন শনিবার ওই গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম মিলন শ্রমিক নিয়ে তাদের ভোগদখলীয় জমিতে মাটি কাঁটার কাজ করছিলো। এ সময় ১০-১৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল পূর্বপরিকল্পিতভাবে তাাদর ওপর সশস্ত্র হামলা চালায়। হামলায় আমিনুল ইসলাম মিলনসহ ৪ জন আহত হয়।
আহতদের প্রথমে মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিলনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত মিলানের বাবা সোহরাব হোসেন হাওলাদার বাদী হয়ে সুমন শেখ, আলী আকবর কালুসহ নামীয় ৯ জন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ১১:০২ | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum