মোরেলগঞ্জপ্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বৌলপুর সম্মিলনী উচ্চ বালিকা বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে হোগলাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. মফিজুল হকের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উপদেষ্টা ও খুলনা সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. মনিরুজ্জামান মনির। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও হোগলাপাশা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম ফরিদ, বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. ফিরোজ হাওলাদার, সম্মিলনী উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমা বন্ধু সরকার প্রমূখ। অনুষ্ঠানে ভিডিও বার্তায় যুক্ত ছিলেন সংস্থার প্রধান পরিচালক আমেরিকা প্রবাসী মো. ফারুক হাওলাদার।
সম্মিলনি স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হায়দারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্টানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক খান আবুল বাশার। অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জনের মধ্যে প্রথম স্থান অধিকারকারী মো. আবির হোসেনকে নগদ ৮ হাজার, দ্বিতীয় স্থান অধিকারকারী মোসা. ফাতেমাতুজ্জোহরাকে ৭ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারী মোসা. নুসরাত জাহানকে ৬ হাজার টাকা এবং ১৭ জনের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও যাতায়াত সম্মানি প্রদানসহ উপস্থিত শিক্ষক ও অভিবাবকদের হাতে ২০২২সালের একটি নতুন ডায়েরী তুলে দেয়া হয়।
উল্লেখ্য, এ দিন সকাল ১০টায় ফাতেমা হোসাইন ফাউন্ডেশন অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলারা হোগলাপাশা ও রামচন্দ্রপুর ইউনিয়নের ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
Like this:
Like Loading...
Related
Posted ০৬:৩০ | শনিবার, ০১ জানুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum