| রবিবার, ১৯ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে মিজান খান (৪০) নামে যুবলীগের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে পোলেরহাট বাজার এলাকা থেকে হাতেনাতে পুলিশ আটক করে তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ ।
আটক মিজান উপজেলার পুটিখালী ইউনিয়নের ভাটখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এ বিষয়ে থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কাদের বলেন, পেশাদার ইয়াবা ব্যবসায়ী মিজান খান ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় রোববার থানায় মামলা দায়ের হয়েছে।
শৃংখলা ভঙ্গের দায়ে যুবলীগ থেকে বহিস্কৃত মিজান খানের বিরুদ্ধে ইতোপূর্বে মাদকের ৫টিসহ মোট ৮টি মামলা রয়েছে বলেও এসআই আব্দুল কাদের জানান।
Posted ১৪:২১ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum