নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | প্রিন্ট
মোবাইল এজেন্টের নামে অবৈধ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে তাদের নাম জানায়নি সংস্থাটি।
সোমবার (২১ নভেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।
পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিরা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ( MFS) এজেন্ট ব্যবসার আড়ালে হুন্ডি ব্যবসা করতেন।
আজাদ রহমান জানান, এ বিষয়ে আজ দুপুর ১২টায় সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত বলবেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।
Posted ০৫:৪৫ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain