সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদি-মমতার কড়া সমালোচনায় রাহুল

  |   রবিবার, ২৪ মার্চ ২০১৯ | প্রিন্ট

মোদি-মমতার কড়া সমালোচনায় রাহুল

দুই মাস আগে নরেন্দ্র মোদির বিরোধিতায় তৃণমূলের ডাকা ব্রিগেড সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। লোকসভা ভোটের মুখে বাংলায় এসে সেই রাহুলই এবার এক বন্ধনীতে ফেলে তীব্র আক্রমণ করলেন মোদি ও মমতাকে। কংগ্রেস সভাপতির মূল অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই ‘লম্বা-চওড়া ভাষণ’ দেন। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না।

মালদহের চাঁচলে ভিড়ে ঠাসা সমাবেশে শনিবার রাহুল কর্মসংস্থানের দিশা দেখাতে না পারার জন্য মোদির সঙ্গে এক সুরেই মমতাকে কাঠগড়ায় তুলেছেন। কৃষক, শ্রমিক বা যুবকদের জন্য মমতার সরকার কী করেছে, প্রশ্ন তুলেছেন। আবার একই সঙ্গে রাজনৈতিক সুরে আক্রমণ করে বলেছেন, ‘বাংলার মানুষ আগে বামফ্রন্টের সঙ্গে লড়েছেন। এখন একই অত্যাচার তৃণমূল করছে। তা হলে আর পরিবর্তন কী হলো? কংগ্রেস সরকারে এলে তবেই মানুষের জন্য শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।’

বিজেপির বিরুদ্ধে জাতীয় স্তরে বিরোধী ঐক্যের বাতাবরণ গড়ে তোলার জন্য কিছু দিন আগে পর্যন্তও সর্বাত্মক চেষ্টা জারি ছিল। এখন রাজ্যে রাজ্যে আসন ভাগাভাগির ধাক্কায় সেই চেষ্টা থিতিয়ে গেলেও নির্বাচন পরবর্তী পরিস্থিতির জন্য দরজা খুলে রেখেছে সবাই। এমতাবস্থায় কংগ্রেস সভাপতিকে বিশেষ পাল্টা আক্রমণে যেতে চাননি তৃণমূল নেতৃত্ব। দলের নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য ‘বাংলায় কংগ্রেসের কোনো সংগঠন নেই। রাহুলের সফরের কোনো গুরুত্বও নেই।’

তবে উত্তর মালদহে কংগ্রেস ছেড়ে তৃণমূলের প্রার্থী হওয়া মৌসম নূরের বক্তব্য, ‘রাহুল ভোটের সময়ে এসে নানা কথা বলেন। দিদি সারা বছর মানুষের সঙ্গে থাকেন, মানুষও তাই দিদির পাশে আছেন। মালদহে ২০১৭ সালের বন্যার সময়ে রাহুলজিকে অনুরোধ করেও এখানে আনতে পারিনি। দিদি কিন্তু কাজ করেছিলেন।’

রাহুলকে পাল্টা আক্রমণে যেতে চায়নি সিপিএমও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কৌশলী মন্তব্য, ‘বিজেপি ও তৃণমূল যে মানুষকে বোকা বানাচ্ছে, এটা সকলেই বুঝতে পারছেন। এই জন্যই রাজ্যে তৃণমূল ও বিজেপি-বিরোধী ভোট একত্র করতে আমরা এগিয়েছিলাম। কিন্তু রাজ্যের কংগ্রেস সেভাবে সাড়া দেয়নি।’ রাজনৈতিক শিবিরের অনেকেই মনে করছেন, মালদহে এ দিন রাহুলের বক্তৃতা যত না ভোটারদের উদ্দেশে, তার চেয়ে অনেক বেশি করে কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে। তারা এ-ও বলছেন, রাজ্যে বিজেপির ভোটবাক্সে পাল্লা যাতে ভারী না হয়ে যায়, তা-ও নিশ্চিত করার চেষ্টা করেছেন কংগ্রেস সভাপতি।

চাঁচলের কলমবাগান মাঠে রাহুল এ দিন প্রশ্ন তোলেন, ‘এখানে একজন তরুণও কি আছেন, যিনি মমতার জন্য চাকরি পেয়েছেন? এক জন কৃষকও আছেন, যাঁর কৃষিঋণ মকুব হয়েছে?’ কংগ্রেস সমর্থক জনতার ‘না’শুনে রাহুল বলেন, ‘মানুষ কিছু পাচ্ছেন না আর মুখ্যমন্ত্রীর লম্বাচওড়া ভাষণ চলছে! ও’দিকে মোদি যেখানে যাচ্ছেন, মিথ্যা বলে আসছেন!’

বাম জমানার সঙ্গে তুলনা টেনে রাহুল আরও বলেছেন, ‘সিপিএম একটা সংগঠনের জন্য যা করার, করত। এখন এক ব্যক্তির জন্য সব কিছু হচ্ছে! একজনই সরকার চালাচ্ছেন। তিনি কারও সঙ্গে আলোচনা করেন না, পরামর্শ নেন না। এই ভাবে কি গণতন্ত্র চলে?’ –আনন্দবাজার

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪১ | রবিবার, ২৪ মার্চ ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com