| সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তিনি মোদির সুস্বাস্থ্য এবং সুখীময় জীবন কামনা করেছেন। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনে ৬৮ বছরে পা রাখলেন তিনি।
এক টুইট বার্তায় রাহুল বলেন, শুভ জন্মদিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। সব সময় আপনার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করি।
গত বছরও মোদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন রাহুল গান্ধী। এ বছর ১৯ জুন ৪৮ বছরে পা রাখেন রাহুল গান্ধী। তার জন্মদিনেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি।
এ বছর ভারানাসিতে নিজের সংসদীয় নির্বাচনী এলাকায় জন্মদিন পালন করবেন মোদি। সেখানে তিনি স্কুলের ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটাবেন।
সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে কয়েক হাজার মানুষ মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, ভাইস প্রেসিডেন্ট এম ভেনকায়াহ নাইড়ু এবং বিজেপির প্রধান অমিত শাহ তাকে সকালেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বিকেলে নারু গ্রামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে সময় কাটাবেন।
Posted ১৪:৩৯ | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain