| রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
সুপ্রিম কোর্ট এলাকায় তিন মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও বিএনপির যুগ্ম-মহাসচিব ও সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। একই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে নিজেরাই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনার পর রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়।
Posted ১৫:২৭ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain