নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
মেট্রোরেলের বিরতির সময় কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান সেতুমন্ত্রী ।
যাত্রীদের চাহিদা বিবেচনায় বগি বাড়ানো প্রশ্নে মন্ত্রী বলেন, “এটা তো একটা টেকনোলজিক্যাল বিষয়। এটা তো সাধারণ রেলওয়ে না যে বললেই…। আমি অবাক হলাম, কোনো কোনো পত্রিকার সম্পাদকীয় লিখেছে যে, মেট্রোরেলের বগি আরও বাড়ানো হোক।
বাড়ানোর আর কোনো সুযোগ নেই” উল্লেখ করে তিনি বলেন, “ফ্রিকোয়েন্সিটা দুই মিনিট করে কমানোর একটা ব্যবস্থা হচ্ছে।
বাংলাদেশে মেট্রোরেল চালু বছর আগেও স্বপ্নের মতো ছিল” জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, “মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না, যখন তখন বগি বাড়ানো যাবে, যখন তখন একটা চেঞ্জ করা যাবে। পৃথিবীর কোনো দেশে মেট্রোর বগির সংখ্যা পাঁচের বেশি নয়।
Posted ০৭:৫৫ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain