| শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই নগরীতে একটি আবাসিক ভবনের ভিতরে বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের তিলক নগরের গণেশ গার্ডেনের কাছে সরগম সোসাইটির ১৫ তলা বিশিষ্ট একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর সিনহুয়ার।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘চেম্বুরের তিলক নগরে সরগম হাউজিং সোসাইটির একটি উঁচু ভবনে বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এ পর্যন্ত আমরা এ ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা জানতে পারিনি।’
তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ আগুনে পাঁচজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডি প্রতিদিন
Posted ১৩:০৩ | শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain