নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
আজ সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ পড়ানো হয়।
এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সাবেক রাষ্ট্রপতির মরদেহ তার গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে বাদ যোহর চতুর্থ জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
Posted ০৮:৫২ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain