| রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
মিশর প্রায় সাড়ে ৪ হাজার বছর পুরনো একটি কবরের সন্ধান পেয়েছে। সেখানে অত্যন্ত সুরক্ষার সাথে রাখা ছিলো দেশটির প্রাচীন লেখারীতির বেশ কয়েকটি হাইরোগ্লিফ ও মূর্তি। মিশরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের এই এলাকাটিতে পুরাতত্ত্ববিদদের খননকাজের ফলে আরো পুরনো নিদর্শন পাওয়া যেতে পারে বলে কর্মকর্তারা আশা করছেন। রয়টার্স
শনিবার দেশটির পুরাতত্ত্ববিদরা জানান, মিশরের সাকারা এলাকায় একটি প্রাচীন কবরস্থান খননকালে এই নিদর্শনগুলো উম্মোচিত হয়। মূর্তিগুলো এখনো কেউ স্পর্শ করতে পারেনি বা লুণ্ঠনও করতে পারেনি। তবে গত দশকে এর মতো একটি নিদর্শন পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন মিশরের পুরাতত্ত্ব বিভাগের সুপ্রিম কাউন্সিলের মহাসচিব মোস্তফা ওয়াজিরি।
কবরটি লম্বায় ১০মিটার, প্রস্থে ৩ মিটার এবং মাত্র ৩ মিটার উচ্চতার। এটির অক্ষুন্ন অবস্থার জন্য কবরটি এখন পর্যন্ত একক নিদর্শন যা আগে কখনো পাওয়া যায়নি বলে ওয়াজিরি মন্তব্য করেন।
মিশরের প্রাচীন রাজবংশের পঞ্চম প্রজন্মের মধ্যে এটি হয়তো তৃতীয় রাজা নেফারিরকারে কাকাই সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। খননকর্মীরা গত বৃহস্পতিবারই সেখানে কাজ শেষ করে এবং বেশ কিছু নিদর্শন খুঁজে পায়। সেখানে অন্তত ৫টি পাথরের পাত্র পাওয়া যায় তার মধ্যে একটি ছিল খোলা, তবে তার অভ্যন্তরে কিছু ছিল না বলে ওয়াজিরি জানান।
Posted ১৫:০৪ | রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain