নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট
নড়াইল শহরের মহিষখোলা এলাকায় জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।
একই সময়ে আলাদাতপুর এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুবৃর্ত্তরা।
সোমবার (৫ আগস্ট) বিকেলে দফায় দফায় এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পাশাপাশি পুরাতন বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা আগুন দিচ্ছে. ভাঙচুর করছে, লুটপাট করছে আমাদের জানা নেই। আমরা আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি।’
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
Posted ১৬:১৩ | সোমবার, ০৫ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain