| শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
ইসমাইল হোসেন স্বপন :ইতালি থেকে :ক্ষুদ্র মাল্টা’য় সংস্কৃতি সমৃদ্ধ বাংলাদেশ — বাংলাদেশ ক্লাব-মাল্টা এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেখানে প্রবাসী বাংলাদেশীরা বিদেশীদের কাছে দেশীয় কৃষ্টি-সংস্কৃতি মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। বিশেষ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এমডি জসিম উদ্দিন অমর একুশে‘র উপর মিউজিক ভিডিও‘র সিডি এবং ভাষা আন্দোলনের ঐতিহাসিক শহীদ মিনার বিশেষ অতিথি মাল্টা’র লোকাল মেয়র এমছিদা ও মেয়র গিজিরা’কে উপহার দেন। এসময় রাষ্ট্রদূত মাল্টা’য় স্থায়ী একটি শহীদ মিনার প্রতিষ্ঠার জন্যও তাদের অনুরোধ জানিয়ে বলেন, শহীদ দিবস যেহেতু এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই ক্ষেত্রে স্থায়ী একটি শহীদ মিনার প্রতিষ্ঠা হলে পর্যটকদের কাছে পর্যটন দেশ হিসাবে মাল্টা আরও আকৃষ্ট হতে পারে। বাংলাদেশ ক্লাব-মাল্টা’র প্রতিষ্ঠাতা সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নাজমুল হকের সঞ্চলনায় সংক্ষিপ্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন জে.আর.এস পরিচালক ও গ্রীস বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ । এসময় সংগঠনের পক্ষ হতে সভাপতি মশিয়ার রহমান বলেন, মাল্টায় প্রবাসী বাংলাদেশীরা শান্তিতে বসবাস করলেও অধিকাংশ প্রবাসীরাই দেশে আসা যাওয়ার বিশেষ সমস্যা রয়েছে। তিনি সংশ্লিষ্টদের এ সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে অল্প সংখ্যক বাংলাদেশী হলেও সকলের আন্তরিকতার জন্যই সম্ভব হয়েছে বিদেশে বাংলাদেশকে তোলে ধরার। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, প্রবাসীদের জটিলতা যতদ্রুত অবসান হবে, ততই দ্রুত ব্যবসা-বানিজ্য সহ বিভিন্ন দিক থেকে মাল্টা অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে। সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্লাব-মাল্টা’র সহ সভাপতি রাধা কান্ত ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক উদ্দিন, হিসাব রক্ষক পার্ভেল বড়ূয়া সহ আশিক মিয়া, মাসুদ মিয়া, নিজাম উদ্দিন, আজিম আহমেদ বাচ্চু, সোয়েব আহম্মদ, আব্দুর রাজ্জাক, তপন ঘোষ, ফয়সাল আহম্মেদ, মিঠুন, উজ্জ্বল, পলাশ তালুকদার ও জিনারুল ইসলাম প্রমূখ। মিসেস শান্তা শিকদার এর উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী “রত্না বসাক” এবং অসাধারণ দেশীয় নৃত্য উপহার দেয় ইউরোপের আলোচিত মুখ “মিস অর্পিতা শিকদার”। এছাড়াও সংগীত শিল্পী হাসান সহ স্থানীয় শিল্পিদের পরিবেশনায় অতিথি এবং উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে ওঠে।।
Posted ১৮:৩১ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain