নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়ালালামপুরের একটি হোটেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে যুবদল মালয়েশিয়া।
মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী ও সেরদাং যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়ন মাহবুব আলম শাহ, সহ-সভাপতি তালহা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন যুবদল সহ-সভাপতি আব্দুল হাই হেলাল, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ মমিন। শুভেচ্ছা বক্তব্য দেন যুবনেতা জসিম উদ্দিন, সুলতান বিন সিরাজ, যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, কুয়ালালামপুর মহানগর যুবদল সভাপতি শামীম রেজা, সিমুনিয়া মহানগর সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, কুয়ালালামপুর মহানগর সিনিয়র সহ- সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রাসেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, জোহর প্রদেশ সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, যুবনেতা নূর এ সিদ্দিকী সুমন, কুয়লালামপুর মহানগর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ, পেনাং শাখার সভাপতি গোলাম মোস্তফা ও মেডানপুত্রা সভাপতি কবির হোসেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন, আব্দুল জলিল লিটন, ড. এম রহমান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সহসাধারণ সম্পাদক এস এম নিপু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ড. ফয়জুল হক, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, আম্পাং সভাপতি তুহিন শেখ, মাসজিদ ইন্ডিয়া সাধারণ সম্পাদক জনি, মালাক্কা সভাপতি নেওয়াজ নিপু, মালুরি সভাপতি মারুফ, চৌকিট সভাপতি সোহেল, সেরম্বান সভাপতি মিজান, কেএল মহানগর সহসভাপতি মোশাররফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল, আম্পাং যুবদলের সভাপতি তুহিন শেখ, রিয়াদ, মোশাররফ, পারভেজ, সবুজ, হেল্প সেলের রানা মাসুম, এনাম, জামশেদসহ আরও অনেকেই।
সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং সদ্য প্রয়াত বিএনপি মালয়েশিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন ও জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Posted ১৬:০৯ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain