নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার। সংসদের ২২২ আসনের বিপরীতে নয় শতাধিক প্রার্থী ভোটে লড়েছেন। ভোট শেষে এখন ফলের অপেক্ষা করছে মালয়েশিয়ানরা।
চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে যে, নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে। স্থানীয় সময় বিকেল চারটার দিকে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। খারাপ আবহাওয়ার কারণে কেদাহের পাদাং সেরাই এবং সারাওয়াকের বারাম- দুটি আসনের ভোট স্থগিত করা হয়েছে।
এটি মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনী প্রতিযোগিতায় দেশটিতে নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলেও বিশ্লেষকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকাতান হারপানের আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মাদও।
নির্বাচনী সভা-সমাবেশে দুর্নীতি মোকাবেলার প্রচারণা চালানোর সময় বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ‘দৃঢ়ভাবে আশাবাদী’ যে তার জোট ২২২ সদস্যের পার্লামেন্টে সহজ জয় পাবে।
আনোয়ার পেনাং রাজ্যে ভোট দেওয়ার আগে বলেন, ‘জনগণের হৃদয় ও মন জয় করার দুই দশকেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজকের জয় হবে নিশ্চিতভাবে অনেক আনন্দের। এটি হবে জনগণের বিজয়।
মালয়েশিয়ার প্রায় দুই কোটি ১০ লাখ ভোটারের ৭০ শতাংশ আজকের নির্বাচনে ভোট দিয়েছেন।
Posted ১৩:১৮ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain