| মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লাগার পেছনে কোনো নাশকতা ছিল কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিসিসি মার্কেটে লাগা আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাতে পরিকল্পিতভাবে গুলশানের ডিসিসি মার্কেটে আগুন দেয়া হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়। সকালে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, নাশকতা নয়, এটি ছিল একটি দুর্ঘটনা। বৈদ্যুতিক ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
পুলিশ প্রধান বলেন, এর পেছনে কোনো নাশকতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আগুন লাগার পর থেকে প্রধানমন্ত্রী তা মনিটরিং করছেন।
শহীদুল হক বলেন, মার্কেটটিতে কাপড়ের দোকান, ছোট ছোট নিত্যপ্রয়োজনীয় পণ্য, জুতাসহ দাহ্য বিভিন্ন পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। পানি সংকটের কারণে আ্গুন নেভানোর কাজে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে।
এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
Posted ০৬:৩২ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain