| সোমবার, ১২ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার আজ সোমবার মারা গেছেন। সকালে বেঙ্গালুরের এক হাসপাতালে তিনি মারা যান। বেশ কিছুদিন থেকে ক্যানসারে ভুগছিলেন।বয়স হয়েছিল মাত্র ৫৯ বছর।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ক্যানসার ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন অনন্ত কুমার।
দক্ষিণ বেঙ্গালুরের লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অনন্ত কুমার ২০১৪ সালে মোদি মন্ত্রিসভায় প্রথমে রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপর ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, অনন্ত কুমারের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটারে শোক প্রকাশ করে মোদি লেখেন, ‘অনন্ত কুমারজি এক যোগ্য প্রশাসক ছিলেন। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন এবং বিজেপি সংগঠনের এক মূল্যবান কর্মী ছিলেন। কর্ণাটকে এবং বিশেষত বেঙ্গালুর ও সংলগ্ন এলাকায় দলকে আরও পোক্ত ভিতের ওপর দাঁড় করাতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। তাঁর নির্বাচনী এলাকায় তাঁকে সব সময় হাতের কাছেই পাওয়া যেত।’
Posted ১২:৫৩ | সোমবার, ১২ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain