| রবিবার, ০৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
মাধবপুর প্রতিনিধিঃ স্কাউট দল আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে ও তরফ সাহিত্য পরিষদ হবিগঞ্জ এর সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত হয়েছে। উক্ত চক্ষু চিকিৎসা শিবির উদ্ধোধন করেন, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং তরফ সাহিত্য পরিষদের সদস্য রুবেল মিয়া ও সাংবাদিক সুব্রত দেবের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মিলি আক্তার, বক্তব্য রাখেন, দৈনিক তরফ বার্তার সম্পাদক ও তরফ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ফারুক উদ্দিন চৌধুরী, স্কাউট শিক্ষক লাফু মিয়া, মাওঃ ফারুক মিয়া, মোঃ আব্দুল কুদ্দুছ চকদার, সৈয়দ মশিরুল হোসাইন, প্রমুখ।
উক্ত চক্ষু শিবিরে ৪৭০ জন রোগীকে ব্যবস্থাপত্র দেয়া হয় এবং ২৪ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করে মৌলভিবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। পরে স্কাউট দল ও তরফ সাহিত্য পরিষদ হবিগঞ্জ এর সহ সভাপতি সৈয়দ মশিরুল হোসাইন ব্যস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি হাতে উপহার সামগ্রী তুলে দেন।
Posted ১৩:০৯ | রবিবার, ০৫ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin