নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হক কিডনিজনিত রোগে ভুগছেন। এদিকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মাওলানা মামুনুল হকের শারীরিক খোঁজখবর নেন এবং মহান রবের কাছে দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করেন।
এসময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং অন্যান্য নেতারা।
Posted ১৫:২৮ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain