| মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে বিস্ফোরণে ছয়জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে ওয়ার্দা এলাকায় বিস্ফোরক ধ্বংস করার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গোলাবারুদ কারখানার একজন কর্মী এবং দু’জন শ্রমিক রয়েছেন। আহতদের পার্শ্ববর্তী গ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই পুলিশ এবং ফায়ার ব্রিগেড কর্মকর্তারা উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণের মাত্রা এতো বেশি ছিল যে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এ খবর জানিয়েছে ভারতের জি নিউজ।
একজন কর্মীর হাত থেকে গোলাবারুদ এবং বোমাভর্তি বাক্স পরে গেলে বিস্ফোরণ ঘটে।
একজন কর্মকর্তা বলেছেন, মহারাষ্ট্রের ওয়ার্দা জেলায় গোলাবারুদের ঘাঁটিতে বিস্ফোরণে ছয় জন নিহত হয়েছেন। পুরনো বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার সময় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ১০ থেকে ১৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন নিহত হন। বাকি দু’জনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পরে।
মহারাষ্ট্রের এই সেনা অস্ত্রভান্ডারটি এশিয়ার সবচেয়ে বড় এবং সেনাবাহিনীর কেন্দ্রীয় অস্ত্রাগার। এর আগে ২০১৬ সালে এক বিস্ফোরণে এখানে ১৬ জনের মৃত্যু হয়।
Posted ১৫:৪৯ | মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain