| বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
সৈয়দ ছাদেক আহমদে : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওল্ডহ্যাম যুবলীগের উদ্যেগে এক আলোচনা সভার আয়োজন করা হয় ওল্ডহ্যামের স্থানীয়একটি রেষ্টুরেন্টে। সংগঠনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোশাহীদ আলীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক আহমদ আলী। প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শাহজাহান ।
এ সময় আরো বক্তব্য রাখেন লিভারপুর বাংলা প্রেসক্লাবের চেয়ারম্যান শেখ ছুরত মিয়া আছাব, নর্থ-ইষ্ট আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, মারসি সাইড আওয়ামী লীগের সভাপতি কবির ফিক, ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের সভাপতি শাহমুনিম, নিউ ক্যাসল আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লতিফ, সাউথ সীল্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি বোরহান উদ্দিন, নর্থ-ইষ্ট আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ দুলাল, ওল্ডহ্যাম আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল উল্লাহ, ওল্ডহ্যাম আওয়ামী লীগের সহ-সভাপতি লুতফুর রহমান, ওল্ডহ্যাম বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাজেদুল আলী, নর্থ-ইষ্ট আওয়ামী লীগের সহ-সভাপতি সুফি মিয়া, ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাফর আহমদ, নর্থ টাইন সাইড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াজুল করিম,ওল্ডহ্যাম আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শামছুল ইসলাম শামিম, আব্দুল হক চৌধুরী, লিডস যুবলীগের সভাপতি শাহ সোহেল আহমদ, বার্ণলী যুবলীগের সভাপতি হোসেন আহমদ, ওল্ডহ্যাম যুবলীগের সহ-সভাপতি দুলাল মিয়া, ওল্ড হ্যাম যুবলীগের সহ-সভাপতি সেলিমুর রহমান, ওল্ডহ্যাম যুবলীগের সহ-সভাপতি নানু মিয়া, ওল্ডহ্যাম যুবলীগের সহ-সভাপতি শাহিনুর ইসলাম, মার্সি সাইড যুবলীগের সহ-সভাপতি এহসানুল হক, বার্ণলী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী, গ্লডউইক যুবলীগের আহবায়ক আসক আলী, গ্লডউইক যুবলীগের যুগ্ম-আহবায়ক লিটন আহমদ প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন লিডস যুবলীগের সাধারন সম্পাদক গোলাম সাদিক রিগান, বার্ণলী যুবলীগের সাধারন সম্পাদক সাহাদত হোসেন আলী, ওল্ডহ্যাম যুবলীগের যুগ্ম-সম্পাদক মোস্তাক আহমদ,বার্ণলী যুবলীগের যুগ্ম-সম্পাদক ইউছুফ আলী, ওল্ডহ্যাম যুবলীগের অর্থ-সম্পাদক কামাল হোসেন, ময়না মিয়া,আব্দুস সোবহান, গ্লডউইক যুবলীগের নেতা সুলেমান হোসেন রানা, আজমল খাঁন, আবুল কালাম, রেজাউল ইসলাম, কালা মিয়া, ময়না মিয়া, সভার শুরুতে এক মিনিট দাড়িয়ে সশ্রদ্ধ চিত্তে সকল বীর শহিদদের প্রতি সম্মান জানানো হয়।
সভার বক্তারা সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়্যারম্যান তারেক জিয়ার সম্প্রতি দেয়া বক্তব্য “বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ” এর কঠোর সমালোচনা করেন এবং স্বাধীনতা বিরোধিকারী সংগঠন জামায়াতে ইসলামকে নিষিদ্ধ সহ যুদ্ধপরাধীদের বিচার সম্পন্ন করারও দাবি জানান।
Posted ১০:০৩ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin