| শুক্রবার, ২০ মার্চ ২০২০ | প্রিন্ট
সৌদি আরবের মসজিদ আল-হারাম ও মসজিদে নববীতেও জুমার নামাজ আদায় বন্ধ করা হয়েছে। শুক্রবার সকালে এক বিবৃতিতে এই দুই মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে আল-আরাবিয়াহর খবরে জানা গেছে।
মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর সাধারণ সভাপতির মুখপাত্র এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে জানানো হয়েছে, সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার থেকে মক্কা এবং মদীনার দুই প্রধান মসজিদে লোকজনের অবস্থান এবং নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা, স্বাস্থ্য ও স্থানীয় কর্তৃপক্ষ।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এর আগে মসজিদ আল-হারাম ও মসজিদে নববী বাদে অন্য সব মসজিদের নামাজ আদায় সাময়িক স্থগিত করা হয়। শুক্রবার এই দুই মসজিদে নামাজ আদায় স্থগিত করার মাধ্যমে সৌদি আরবের সকল মসজিদে নামাজ আদায় স্থগিত হলো।
বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি আরবে এখন পর্যন্ত ২৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
Posted ১২:০৫ | শুক্রবার, ২০ মার্চ ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain