কিশোরগঞ্জ : ‘প্রধানমন্ত্রীর মনের কথা তার ছেলে বলে দিয়েছেন। তারা নীলনকশার নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চান’ ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন বক্তব্যের প্রেক্ষিতে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘মওদুদ নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বললেই শুধু নীল নকশার কথা বলেন। অথচ তিনি নিজেই একজন নীল মানুষ। তার মধ্যে নীল ছাড়া সাদা বলে কিছু নেই।’
শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘কোনো নির্বাচনে তিনি পাস করেননি। আজ বিএনপি তো কালকে জাতীয় পার্টিতে।’
দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। সে অনুযায়ী কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হবে। এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই।’
এসময় তিনি দাবী করেন, ‘বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, তা আর কোনো সময়, কোনো সরকারের আমলে হয়নি।
যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলেই শেষ করতে হবে এমন কথা বলে দপ্তরবিহীন মন্ত্রী বলেন, এ নিয়ে কোনো দূর্বলতা, শঙ্কা থাকলে চলবে না।
এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘একটি বিশেষ দলের ছত্রছায়ায় হেফাজত-জামায়াত বাংলাদেশকে আফগানিস্তান রাষ্ট্র বানাতে চাচ্ছে। কিন্তু বাংলার মানুষ তা কোনো দিনও হতে দেবে না।’
সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদারসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related