| বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসা হারিকেন মাইকেল শক্তিশালী রূপ নেবে। ক্যাটাগরি তিন ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয়ে উপকূলে আঘাত হানতে পারে মাইকেল। এ কারণে হারিকেন পরবর্তী উদ্ধার তৎপরতা চালাতে জোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। বুধবার বা বৃহস্পতিবার এটি উপকূলে আঘাত হানতে পারে। খবর নিউইয়র্ক টাইমসের।
মাইকেলের আঘাত হানার দুই দিন আগে থেকেই ফ্লোরিডা উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।
উপকূলে আঘাত হানার পরদিন আরও শক্তিশালী হয়ে এটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি থাকতে পারে। যদি তাই হয় তবে মাইকেল হবে গত ১৫ বছরের মধ্যে ফ্লোরিডায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড়ের সঙ্গে উঠে আসা বৃষ্টিতে ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কাও প্রকাশ করেছে দেশের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। ফ্লোরিডার গভর্নর রিক স্কট উপকূলীয় ৩৫ টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।
উদ্ধার অভিযান এবং জরুরি ত্রাণ বিতরণের জন্য ১,২৫০ জন ন্যাশনাল গার্ড এবং চার হাজারের বেশি সেনা সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিবেশী আলাবামার গভর্নর কেই আইভিও পুরো অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।
Posted ১৩:২০ | বুধবার, ১০ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain