| সোমবার, ০৯ জুলাই ২০১৮ | প্রিন্ট
জাপানের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে ১শ’র বেশি প্রাণহানি হয়েছে বলে দেশটির সরকারি এক মুখপাত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এছাড়া দেশটির স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বন্যা ও ভূমিধসের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি, নদীর পানি বেড়ে যাওয়ায় ২০ লাখ মানুষকে উদ্ধারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে দেশটির এক আবহাওয়া কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এর আগে আমরা এরকম বৃষ্টিপাত দেখিনি। এবারের বৃষ্টিপাত আগের সব রেকর্ডকে ছাড়িয়েছে। উদ্ধারকাজ চলছে। সোমবার সকাল থেকে উদ্ধারকারীরা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। অঞ্চলটি প্রচুর কর্দমাক্ত হলেও তারা নিখোঁজদের উদ্ধারে নেমেছে।
ওকাইয়ামা অঞ্চলের এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, পানির উচ্চতা এখন কমে যাচ্ছে। ফলে আশা করা যাচ্ছে, উদ্ধারকর্মীরা হেঁটেই দুর্গম অঞ্চলগুলোতে যেতে পারবেন।
উল্লেখ্য, শিকোকু দ্বীপের মটোইয়ামা শহরে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত একদিনে ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/
Posted ১৩:৪৬ | সোমবার, ০৯ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain