| শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট
এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি। প্রচুর মানুষ মারা গেছেন। আমরা শুধু চাই এই হিংসা অবিলম্বে বন্ধ হোক। আমরা এর (প্রক্রিয়াটার) সঙ্গে ভীষণভাবে জড়িত।
শুক্রবার এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই হিংসা থামানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “ভারত খুব কড়া উত্তরের কথা ভাবছে। প্রায় ৫০ জনের প্রাণ যাওয়ার পর এরকম মানসিকতা জন্মানো স্বাভাবিক। আমরা দু’দেশের সঙ্গেই কথা বলছি। যা ঘটেছে তার জন্য ভারত-পাকিস্তানের মধ্যে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। খুব ভারসাম্য বজায় রেখে বিষয়টা আলোচনা করতে হবে।
Posted ১৪:১০ | শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain